www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

রূপসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি : স্বাধীন ভাবে পাঠ দান, শিক্ষক হবেন ক্ষমতাবান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ১৯ অক্টোবর বেলা ১১ টায় রূপসা উপজেলার তালিমপুরস্থ জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ ও গণ স্বাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেজেএস এর কো-অর্ডিনেটর রোকেয়া সুলতানা। স্বাগত বক্তৃতা করেন জেজেএস এর কো-অর্ডিনেটর এম এম চিশতী। প্রোজেক্ট ম্যানেজার মো. ফরিদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের সহযোগী অধ্যপক ড.আব্দুল্লাহ আবু সাইদ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, রুমাশিষ সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, প্রভাষক আলী আকবর। বক্তৃতা করেন প্রধান শিক্ষক হায়দার আলী, আজিজা সুলতানা, রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, জেজেএস কর্মি আ. বাকি, লেখক মাসুম বিল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, এসএমসি সদস্য, এনজিও সদস্য, অভিভাবক ও শিক্ষার্থী সহ ৩৫ জন অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!