www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ইশতিয়াক আহমদ সৌরভকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

শনিবার রাতে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ সৌরভকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে একই কারণে সৌরভকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পুলিশের একটি দল ইশতিয়াক আহমেদ সৌরভ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়ার সময় বাদুরতলা এলাকা থেকে আটক করে। এসময় তার কাছে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া যায়। তার কাছে পাওয়া ডিভাইসগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ব্যবহৃত ডিভাইসের সাথে মিল পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!