বাহরাইনে ১৭ জনকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের একটি আদালত গণবিচারের মাধ্যমে ১৭ জনকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছে। দেশটির বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর ২০১১ সাল থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে দমন-পীড়ন চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এই ১৭ ব্যক্তিকে এই কারাদণ্ড দেয়া হলো।
কথিত ‘আল-বাস্তা’ সংগঠন তৈরির অপরাধে এসব ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বয়স ২৮ থেকে ৫৯ বছর মধ্যে এবং তারা সবাই দেশে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এসব ব্যক্তি ইরানের সঙ্গে যোগাযোগ রেখে বাহরাইনের সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল বলে মানামা দাবি করেছে।
১৭ জনের মধ্যে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এবং বাকি নয়জনকে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ১৪ জনের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। এরমধ্যে মুহাম্মাদ ও আলি ফখরাভি নামে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা আল-বাস্তার নেতৃত্ব দিচ্ছিলেন। এর আগে তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
সমালোচকরা বলছেন, নানা অজুহাতে যেসব ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের সবাই শিয়া মুসলমান।