বরিশালে জেলে আটক ৫২
নিজস্ব প্রতিনিধি : বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫২ জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি ১ লাখ ১৭ হাজার মিটার অবৈধ জালও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬৫ কেজি ইলিশ।
শুক্রবার দিনভর মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ৩৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকিদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে, জরিমানা করা হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার টাকা।