www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

ফকিরহাটে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় ৩০ অক্টোবর সকাল ১০টায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে “পয়ঃবজ্যের সুষ্ঠ ব্যবস্থাপনা’ ‘উন্নত স্যানিটেশনের সম্ভবনা” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা অডিটরিয়ামে চত্ত্বরে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল ও ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সরফারাজ আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, প্রধান শিক্ষক ঠাকুর দাশ রায়, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ম্যানেজার বিপুল কুমার সাহা, প্রোগ্রাম অর্গানাইজার প্রদীপ কুমার পাল, সিইসি শোভন মন্ডল, পুষ্টির মনোতোষ দাশ, যক্ষা প্রকল্পের মুক্তি রায়, সিএসএস প্রকল্পের এরিয়া অফিসার সিএসএস গোবিন্দ কুমার রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর শর্মিলা আজগর খাদিজা ও শিক্ষক মোঃ শাহিনুল হক, প্রবীর ভক্ত সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!