নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা: অাবুল খায়ের বাচ্চুর জানাজা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা নাঙ্গলকোট ২ নং পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা: অাবুল খায়ের বাচ্চুর জানাজা রবিবার পেরিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাজায় বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার,বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান অালহাজ্ব শাহজাহান মজুমদার সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান অালহাজ্ব এম এ হামিদ, সহ এলাকার বিশিষ্টজনেরা।জানাজায় ইমামতি করেন অালহাজ্ব মাওলানা অাবদুল গফুর।মোনাজাত পরিচালনা করেন মৌলভী অাবুল হাসেম।পরিচালনা করেন অামিনুল ইসলাম ভূট্রো।পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ডা: অাবদুল কাদের।