দারিদ্রের আলো’র অর্থায়নে নতুন ঘর পেলেন চৌদ্দগ্রামের হতদরিদ্র আবুল খায়ের
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার চৌদ্দগ্রামর উজিরপুর ইউয়িনের প্রবাসীদের সংগঠন দরিদ্রের আলো’র অর্থায়নে নতূন ঘর পেলেন ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আবুল খায়ের। গত ২০ অক্টোবর শুক্রবার সকালে দরিদ্রের আলো সংগঠনের নেতৃবৃন্দ নবনির্মিত ওই ঘরটি উদ্ভোধন শেষে আবুল খায়েরের নিকট হস্তান্তর করেন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রভাষক আরিফুর রহমান মন্জু’র সভাপতিত্বে উপস্থিত উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম, সংগঠনের যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি মাসুম মজুমদার, ইকবাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।