টাইফুনের দাপটে বিধ্বস্ত ভিয়েতনাম; মৃত ৬৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে টাইফুনের দাপটে বিধ্বস্ত ভিয়েতনাম। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে ৬৯ জনের। নিখোঁজ রয়েছেন ৩০ জন।
শনিবার ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন ড্যামরে। ঝঞ্ঝার দাপটে খান হোয়া, নিনহ থুয়ান ও ফু ইয়েন জেলায় প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়েছেন মোট ৩৫ হাজার মানুষ। ডাক লাক জেলায় হাইওয়ের ওপর দিয়ে বয়ে চলেছে বন্যার পানি।
ভিয়েতনাম বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, দুর্যোগের জেরে এখনও বহু অঞ্চলে যোগযোগ ব্যবস্থা ব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আর কিছু দিনের মধ্যেই অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই সপ্তাহ ব্যাপী সফরে এসে ভিয়েতনামের উপকূল শহর ডা নাং-এ পৌঁছানোর কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্র্যান ডাই কুয়াং-এর সঙ্গে রাজধানী হ্যানয় শহরেও তিনি যাবেন বলে ঠিক রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এরপর বেইজিং-এর উদ্দেশ্যে উড়ে যাবেন ট্রাম্প।
সূত্র: এই সময়