চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইমাম হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ছেরাজুল ইসলামের পুত্র এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বাড়ীর পাশ^বর্তী একটি সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় পানির মোটরের লাইন থেকে বৈদ্যুতিক শর্তসার্কিটে এ দুর্ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষনা করেন। লাশের সাথে থাকা নিহতের ভাতিজা আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।