চুয়াডাঙ্গা সীমান্তে ২জন অনু প্রবেশকারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-৬ বিজিবি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্ত এলাকা থেকে ভারতে অনুপ্রবেশকারী সন্দেহে আলমগীর হোসেন (৩০) ও মোত্তালিব হোসেন কে(২৪) ভারতীয় ও দেশীয় বিভিন্ন কাগজ পত্রসহ আটক করেছে। আলমগীর হোসেন দামুড়হুদার কুড়ালগাছি গ্রামের নূহ নবীর ছেলে ও মোত্তালিব হোসেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
গতকাল শনিবার সন্ধায় এদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল রাশিদুল আলম গতকাল শনিবার বাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞতিতে জানান, শনিবার সন্ধায় জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিওপি টহল অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের সীমান্তন্তের ৮৭ নং মইন পিলার থেকে শুন্য লাইনের ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া গ্রামের পশ্চিম পাড়া নামক স্থান থেকে আলমগীর ও মোত্তালিব কে আটক করা হয়। এসময় আলমগীর হোসেনের নিকট থেকে ৪হাজার ৪শত ১৮ ভারতীয় রুপি, নিজ নামে ভারতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কাড-২ টি, রেশন আইডি কাড-১ টি, পেশার আইডি কাড-১ টি, ৪ টি,ভারতীয় এটিএম কাড,ভারতীয় ইনকাম ট্যাক্স কাড১ টি, ভারতীয় বিভিন্ন দোকানের কাড ৫ টি, ভারতীয় ট্রেনের টিকেট কৃষ্ণনগর হতে শিয়ালদহ (০৫-৭-১৭)১ টি,ভারতীয় একাউন্ট চেক বই ১ পাতা,ভারতীয় মোবাইল ফোন (ইনটেক্স)১ টি,মানি ট্রান্সফার (৮০০০ টাকার রশিদ)১ টি,ভারতীয় সিম কাড ২ টি,বাংলাদেশী সিম কাড১ টি,ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট১২ টি,ভারতীয় মোবাইল মেরামত রশিদ১ টি,মানি ব্যাগ১ টি,ছাতা ১ টি,ডাইজেল সিরাপ১ টি,এনজোমেজিক সিরাপ১ টি ও এডলের্যা ব ডিএসআর ট্যাবলেট ১ পাতা (১০ পিস) এছাড়াও মোত্তালিব হোসেনের নিকট থেকে ভারতীয় রুপি ৮শ”৩৫ টাকা,নিজ নামে ভারতীয় পরিচয় পত্র ভোটার আইডি কাড-২টি, প্যান কাড-১ টি,বাংলাদেশী টাকা ১১শ”৭২ টাকা,মালেশিয়া টাকা (০৫ টাকার নোট)১ টি, বাংলাদেশী মোবাইল ফোন (কারবোন)১ টি,ভারতীয় সিম কাড৪ টি,বাংলাদেশী সিম কাড১ টি,মেমোরী কাড (২ জিবি ও ৪ জিবি)২ টি,মানি ব্যাগ১ টি ও ১টি হাত ঘড়ি উদ্ধার করা হয়। আটককৃতদেরকে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে।