www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিষ খেয়ে একমাত্র শিশু কন্যার করুণ মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ঘাষ মারা বিষ কোমল পানীয়র বোতলে ভরে ঘরে রাখায় ভুলবশতঃ তা খেয়ে একমাত্র শিশু কন্যা তাশফিয়া তাসনিম(১১) এর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২৩ এপ্রিল সোমবার জেলার জীবননগর উপজেলার উথলী মোল্লাপাড়ার শহিদুল হকের একমাত্র মেয়ে ও উথলী আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী তাছনিম স্কুল থেকে বাড়ী ফিরে দুপুরে খাবার খায়। ভাত খাওয়ার পর টেবিলে দেখে কোমলপানীয়র বোতল। বাবা কোমল পানীয়র বোতলে যে বিষ এনে রেখেছে তা বুঝতে না পেরে এক ঢোক খাবার পর। মেয়ে কোমলপানীয় ভেবে বিষ খেয়েছে শুনে পিতা দিশেহারা হয়ে পড়েন। মেয়েকে নিয়ে ছুটে যান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব হোসেন মিলনের নিকট তিনি, ঘাষমারা ঔষধের প্রভাবে পেটের ভিতরে বড় ধরনের সমস্যা দেখা দেয়, যেটা বাহ্যিকভাবে বোঝা সম্ভব নয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহের প্রানন্তকর প্রচেষ্টার পরও মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সে মারা যায়। বুধবার বাদ আসর বেদনাবিধূর পরিবেশে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!