www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

গাবতলীতে পল্লী বিদ্যুতের কর্মচারী ও গ্রাহকদের সংঘর্ষ; আহত-১২

বগুড়া : বকেয়া বিল আদায়কে কেন্দ্র করে বগুড়ার গাবতলীতে পল্লী বিদ্যুতের কর্মচারী ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১২জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় হিন্দুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
একাধিকসূত্র জানায়, দুপুরে গাবতলী পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন উল্লেখিত ধনঞ্জয় হিন্দুপাড়া গ্রামে বকেয়া বিল আদায়ের জন্য যান। এ সময় জনৈক সাগর কুমার রায়ের সঙ্গে বিদ্যুত অফিসের লোকজনের সঙ্গে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২জন আহত হয়েছেন। আহতরা হলেন, গ্রাহক শাবন্তী রানী (৫২), প্রকাশ চন্দ্র মন্ডল (২৪), কামনা রানী (২৩), অতুল চন্দ্র (২৫) এবং পল্লী বিদ্যুতের শহীদুল, ইউসুফ, রুমী সরকার, আবুল কালাম আজাদ, এনামুল ও শহীদুল। এ প্রসঙ্গে গাবতলী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীনুর আলম জানান, বকেয়া বিল আদায়ের জন্য তাদের লোকজন ধনঞ্জয় হিন্দুপাড়া গ্রামে গেলে তারা চড়াও হয়ে মারপিট করে। এ থানার ডিউটি অফিসার এএসআই কান্তি কুমার মোদক বলেন, “থানার এসআই আহসান ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তবে পল্লী বিদ্যুতের কর্মচারী ও গ্রাহকদের মধ্যে মারপিটের ঘটনায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!