খুলনায় জুয়ার আসরে র্যাবের অভিযান, আটক ৩০
ডেস্ক রিপোর্ট : খুলনায় তিনটি জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে র্যাপিড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে একটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় মদ, জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে আটকদের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি কাঁচাবাজার সংলগ্ন তিনটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় ওইসব জুয়ার আসরের নিয়ন্ত্রণকারী কালা মনিরসহ ৩০ জনকে আটক করা হয়।
অভিযানে র্যাবের এডজুডেন্ট উৎপল, ডিএডি জিয়াউল হক, এসআই মহিবুল্লাহ, আব্দুর রহমানসহ ২৫/৩০ জন উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।