www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

ক্যারিবীয়রা যেভাবে সরাসরি বিশ্বকাপে খেলতে পারে

ক্রীড়া ডেস্ক : আইসিসি বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় আসরে রানার আপ হয়েছিল তারা। সেই ওয়েস্ট ইন্ডিজ আগামী বিশ্বকাপে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
কারণ, ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নিবে দশটি দল। এখানে ইংল্যান্ড স্বাগতিক হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলবে। আর র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে সাতটি দল। বাকি দুইটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে যারা সেরা আটে থাকবে তারা সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে। বর্তমানে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডজ। অষ্টম অবস্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩।
আজ থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে তারা ১১ পয়েন্ট পাবে। এমনটি হলে ক্যারিবীয়দের পয়েন্ট বেড়ে হবে ৮৮।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজটি যদি জিম্বাবুয়ে ৩-২ ব্যবধানে জিতে নেয় তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৮৮। যদি এমনটি হয় তাহলে ভগ্নাংশের ভিত্তিতে এগিয়ে থাকায় র‌্যাঙ্কিংয়ে আটে উঠবে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়রা সরাসরি বিশ্বকাপে খেলতে না পারলে যে বাছাইপর্ব খেলে বিশ্বকাপে অংশ নিবে তারও নিশ্চয়তা কোথায়। কারণ, সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ ড্র করেছে জ্যাসন হোল্ডাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!