www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

আইসিটি বিভাগের হ্যাক হওয়া ওয়েবসাইট পুনরুদ্ধার

অবশেষে পুনরুদ্ধার হল সরকারের আইসিটি বিভাগের ওয়েবসাইট (http://www.ictd.gov.bd)। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ওয়েবসাইটি পুনরুদ্ধার করা হয়।

এর আগে দুপুরে ওয়েবসাইট হ্যাক করে দখল নেয় ভারতীয় হ্যাকাররা। ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে। হ্যাককৃত ওয়েবসাইটে প্রবেশ করলে লেখা রয়েছে ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস ’ এই হ্যাকারগ্রুপে দাবি করছে তারা ভারতীয়। তাদের গ্রুপের নাম ‘লুলজসেক ইন্ডিয়া’।

আইসিটি বিভাগের ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছিলেন ‘ওয়েবসাইটটির উদ্ধারের চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করা হবে।’

এর আগে ২০১৫ সালের ৪ জুলাই আইসিটি বিভাগের একটি সাব ডোমেইন ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছিল। তখন ‘এইচ ফোর সিকে থ্রিআর জিরো জিরো সেভেন’ নামের একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটির দখল নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!