www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

২০১৮ বিশ্বকাপে সবচেয়ে দামি দল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, : ফুটবল ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ জানিয়েছে, ২০১৮ বিশ্বকাপে সবচেয়ে দামি দল গড়েছে ব্রাজিল। তিতের দলের বাজার দর ৬৭ হাজার ৩৫০ মিলিয়ন ইউরো। নেইমার-জেসুস-কুতিনহোদের মতো তারকাঠাসা ব্রাজিলই বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে রাশিয়ার মাঠে নামবে।

তালিকায় ব্রাজিলের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার অবস্থান অনেক নিচে। দামি দল গড়ার ক্ষেত্রে ব্রাজিলের পরেই আছে জার্মানি। তিনে ফ্রান্স, চারে স্পেন আর পাঁচ নম্বর স্থানটি মেসিদের দখলে। ছয় থেকে দশ পর্যণ্ত যথাক্রমে বেলজিয়াম, ইংল্যান্ড, কোস্টারিকা, পর্তুগাল এবং পোল্যান্ড।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জমকালো আয়োজনে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয় রাশিয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র। প্রায় ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রেমলিন কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত হয় ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ।

গ্রুপ পর্বে হট ফেভারিট ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়াকে। অপরদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া বিপক্ষে। বিশ্বের এক নম্বর দল জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!