You are here
Home > দেশজুড়ে > কুয়াকাটায় মদ্যপ অবস্থায় আটক ৫

কুয়াকাটায় মদ্যপ অবস্থায় আটক ৫

পটুয়াখালীপ্রতিনিধি :পটুয়াখালীতে কলাপাড়া উপজেলায়  বশির ও তার চার সহযোগী সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মদ্যপান ও বহনের অভিযোগে তাদের আটক করে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটার সমুদ্র সৈকতের সি-বিচ এলাাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহিপুর থানার তুলাতলি এলাকার নবিনপুরের জালাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৫), একই এলাকার সুলতান বাদশার ছেলে সজল বাদশা (৩২) ও টিয়াখালী এলাকার রমিজ উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (২৮) ।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক খলিলুর রহমান বলেন, আটক ব্যক্তিরা সমুদ্র সৈকত কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে বেঞ্চে বসে মদ্যপ অবস্থায় আগত পর্যটকদের উদ্দেশে গালাগাল করে। এই অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটকের পরে তাদের মহিপুর থানার এসআই তারেক ও তাহার সঙ্গীয় ফোর্সের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, মহিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাপ্পি কলিফা (২৫) ও ফয়সাল (২৮) কে আড়াই লিটার মদসহ আটক করেছে।
মহিপুর থানার ওসি সোহেল আহমেদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Top