You are here
Home > জাতীয় > নির্বাচন কমিশন ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে….ইসি

নির্বাচন কমিশন ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে….ইসি

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাত সোয়া ১ টায় আগুন নিয়ন্ত্রণে আসার পরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এই তথ্য জনান।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করে ৫ সদস্য কমিটি করা হয়েছে। এর মধ্যে ইসির এনআইডির মহাপরিচালক, ফায়ার ব্রিগেডের ১ জন এবং গণপূর্ত থেকে ২ জন সদস্য থাকবেন।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ ৯,১০,১১ তারিখ। এই তিনদিন সময় দেওয়া হয়েছে কমিটিকে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। আগামী ১২ তারিখ দুপুর ১২ টার মধ্যে তদের এই রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছি।
মাহাবুব তালুকদার বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা অপ্রত্যাশিত। আল্লাহর অশেষ রহমত যে অন্যান্য ফ্লোরে আগুন লাগেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এজন্য তাদের ধন্যবাদ।
তিনি বলেন, আমরা তদন্ত কমিটিকে বলেছি তদন্ত করতে হবে তিনটি বিষয়ের উপরে ১. আগুন লাগার উৎস কি? ২. ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং ৩. ভবিষ্যতে এই দুর্ঘটনা আর যাতে না ঘটে সে জন্য কি কি করতে হবে সেই সুপারিশ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি কি ছিল তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে বলতে হবে।

Top