You are here
Home > প্রচ্ছদ > হুয়াওয়ের প্রথম ডিভাইস হারমনিতে চালিত

হুয়াওয়ের প্রথম ডিভাইস হারমনিতে চালিত

প্রযুক্তি ডেস্ক:গত বছর হুয়াওয়ে ‘মেট ২০’ নামে একটি স্মার্টফোন অবমুক্ত করেছিল। এ বছর হুয়াওয়ে তারই ধারা অনুযায়ী পরবর্তী সংস্করণ ‘মেট ৩০’ আগামী ১৯ সেপ্টেম্বর জার্মানির মিউনিখে উদ্বোধন করার ঘোষণা দিয়েছে।
স্মার্টফোনটিতে গুগল অ্যাপের সুবিধা থাকবে কি না সেটা নিয়ে অস্বচ্ছতা থাকলেও এর সাথে আসছে নতুন স্মার্টওয়াচ। এই নতুন স্মার্টওয়াচটি হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমনি’ এ চালিত হবে। হুয়াওয়ে স্মার্টওয়াচটির নাম দিয়েছে ‘হুয়াওয়ে ওয়াচ জিটি ২’।
কমপ্যাক্ট ডিজাইনে পাতলা ডায়ালারের ব্যবহার স্মার্টওয়াচটিকে দিয়েছে অন্যরকম একটি লুক। এতে থাকছে মাইক্রোফোন, স্পিকার ও ৪৪৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডিভাইসটি স্পোর্টস ও ক্লাসিক সংস্করণেও পাওয়া যাবে।

Top