You are here
Home > প্রচ্ছদ > সিআইডি কর্মকর্তার অ্যাপোলো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু

সিআইডি কর্মকর্তার অ্যাপোলো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সোমবার সন্ধ্যায় এক সিআইডি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহত জামাল আহমেদ কিশোরগঞ্জ সদরের বত্রিশ মনিপুরঘাটের আবদুল মান্নানের ছেলে।
আবদুল মান্নান বলেন, ৯ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জামাল। সেখানেই সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জামালের বাবা বলেন, অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ঘরে বসে আছি। জামালই পরিবারের দেখাশোনা করতো। তার দুই ছেলে এতিম হয়ে গেল।

Top