You are here
Home > প্রচ্ছদ > বন্দি দাদির কাছে গেলেন নাতনিরা পছন্দের খাবার নিয়ে

বন্দি দাদির কাছে গেলেন নাতনিরা পছন্দের খাবার নিয়ে

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিনে ঈদ করছেন। সেখানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। সঙ্গে আরও রয়েছেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাদের পুত্র।
সোমবার বিএসএমএমইউতে পরিবারের এই ৬ সদস্য খালেদার সঙ্গে দেখা করতে গেছেন। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চত করেছেন।
শায়রুল কবির বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে ১৭ জনের তালিকা দেওয়া হয়েছিল। কিন্তু ৬ জনকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি জানান, ঈদ উপলক্ষে দাদি খালেদা জিয়ার পছন্দের সব খাবার নিয়ে বিএসএমএমইউতে গেছেন নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

Top