You are here
Home > দেশজুড়ে > নানুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু সিয়াম

নানুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু সিয়াম

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঈদের ছুটিতে নানুর বাড়ি বেড়াতে এসে সিয়াম হোসেন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাঁশবাড়িয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ঝিনাইদহ পৌর এলাকার মসজিদপাড়ার আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে নানুর বাড়ি বাঁশবাড়িয়া গ্রামে বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসে সিয়াম।দিনে দুপুরে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সিয়ামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশু সিয়াম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল হোসেনকে আটক করা হয়েছে।

Top