You are here
Home > দেশজুড়ে > ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

সিলেট প্রতিনিধি: ঘুড়ি উড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ (পিপিএম)। তিনি তিন সন্তানের জনক।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।
তিনি বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার পাঁচ নম্বর আল আমিন মঞ্জিলের বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠেন জুবের আহমদ। অসাবধানতার কারণে হঠাৎ চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আহতাবস্থায় মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Top