You are here
Home > প্রচ্ছদ > কুরিয়ার সিনেমায় রাশেদ প্রহর

কুরিয়ার সিনেমায় রাশেদ প্রহর

বিনোদন ডেস্ক : উদীয়মান তরুণ অভিনেতা রাশেদ প্রহর। নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘কুরিয়ার’। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

ছবিটি পরিচালনা করবেন শিকদার শাফিন। পরিচালক জানান, ছবিতে নায়িকা নির্বাচনে চমক রয়েছে। যা খুব শিগগিরই ঘোষণা করা হবে নায়িকার নাম।

নতুন ছবি প্রসঙ্গে রাশেদ প্রহর বলেন, ‘ছবির গল্পটা অনেক সুন্দর। অনেকটা রহস্য ঘেরা থ্রিলার টাইপের গল্প হওয়ায় আমার কাজের আগ্রহটা বেশি হয়েছে এবং গল্পটা শুনে কাজটি করার আগ্রহী হয়েছি। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব দর্শকদের।’

তিনি জানান, চলতি মাসের শেষের দিকে গাজীপুর ও উত্তরার বিভিন্ন লোকশনে সিনেমাটির শুটিং শুরু হবে।

এই অভিনেতা ইতিমধ্যে বেশকিছু সিনেমায় কাজ করছেন। এর মধ্যে ৭১ এর গেরিলা, বীর বাঙ্গালী,পোস্ট মাস্টার ৭১, ড্রাইভার উল্লেখযোগ্য। এছাড়াও সম্প্রতি শেষ করেছেন আর কে প্রোডাকশনের প্রথম সিনেমা ‘নিশ্চুপ ভালবাসা’।

Top