You are here
Home > বিজ্ঞান ও প্রযুক্তি > স্মার্টফোন দ্রুত গরম হওয়া ঠেকাতে করণীয়

স্মার্টফোন দ্রুত গরম হওয়া ঠেকাতে করণীয়

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফোনে দীর্ঘক্ষণ কথা বলার সময় এটি গরম হয়। চার্জ দেয়ার সময়ও গরম হয় ফোন। ফোন গরম হতে থাকলে আতঙ্ক কাজ করে। ফোনটা ফেটে যাবে না তো! জেনে নিন ফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন যেভাবে।

১) রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।

২) চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।

৩) অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

৪) সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘ ক্ষণ রাখবেন না। কারণ, সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে।

৬) যে সব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলি ফোন থেকে আন-ইনস্টল করে দেওয়াই ভাল।

Top