You are here
Home > জাতীয় > বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে অংশগ্রহণ করে

বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে অংশগ্রহণ করে

বিশেষ সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরস্বতী পূজায় বিপুল লোকসমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

তিনি বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান আলাদা ধর্মীয় বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সকল উৎসব পালন করে থাকে।’

রোববার সকালে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেবী সরস্বতীর কাছে পূজা-অর্চনা করে শিক্ষার্থীরা যেন সঠিক প্রজ্ঞা ও জ্ঞানের আলোতে বিকশিত হয়ে আগামীর সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে আমরা সে কামনা করি।

Top