You are here
Home > প্রচ্ছদ > বাকৃবির ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর

বাকৃবির ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী চার নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি আবেদন করতে বিজ্ঞাপন বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় বাদে নূনতম জিপিএ-৯ থাকতে হবে।আবেদনে যোগ্য শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা চার নভেম্বর সকাল ১১টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনে ভর্তি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের (http://admission.bau.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please follow and like us:

Leave a Reply

Top