www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকসারাদেশ

৯৯৯ নম্বরে ফোন, উদ্ধার হলেন ২০০ লঞ্চ যাত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরির ধাক্কায় একটি লঞ্চ পদ্মার চরে গিয়ে ছিটকে পড়েছে। এতে লঞ্চের সামান্য ক্ষতি হয়। তবে তাৎক্ষণিক এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন দেয়ায় দ্রুত উদ্ধার হন ২০০ লঞ্চ যাত্রী। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লৌহজংয়ের টার্নিং পয়েন্টে কাঁঠালবাড়ী ঘাটগামী রাণীক্ষেত ফেরির সঙ্গে শিমুলিয়া ঘাটগামী লঞ্চের ধাক্কা লাগে। এ ঘটনা লঞ্চের এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে নৌ-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। তবে লঞ্চটির সামনের উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে শিমুলিয়া ঘাট থেকে আরেকটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। লঞ্চটি এখন শিমুলিয়া ঘাটে রয়েছে। বিআইডব্লিউটিএয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শক সোলেমান জানান, মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে ২০০ যাত্রী নিয়ে আশিক এন্টারপ্রাইজ লঞ্চটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল। পথে ফেরির সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি পদ্মার চরে ছিটকে পড়ে। লঞ্চটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। চ্যানেলে পানি কম থাকায় চ্যানেল সরু হয়ে গেছে। তাই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ হননি। লঞ্চ চলাচলের নিজস্ব কোনো চ্যানেল নেই। এখন একটি বিকল্প চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ একসঙ্গে চলাচল করে।

error: Content is protected !!