www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

৬ জিবি র‌্যামে এইচটিসির ফ্লাগশিপ ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এইচটিসির ফ্লাগশিপ ফোন। ফোনটির মডেল এইচটিসি ইউ ১১। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর সেলফি ক্যামেরায়ও চমক রয়েছে। ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।এইচটিসির নতুন ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪২০X২৫৬০ পিক্সেল। কোয়াড এইচডি সুপার এলসিডি ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন।ফোনটিতে আছে ২.৪৫ গিগাহার্জের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ৪ জিবির র‌্যামের অন্যটি ৬ জিবির র‌্যামের। ৪ জিবি র‌্যামের সঙ্গে আছে ৬৪ জিবির মেমোরি। ৬ জিবি র‌্যামের সঙ্গে আছে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম স্লট ব্যবহার করা হয়েছে। ছবির জন্য ফোনটিতে আছে ১২ মেগা পিক্সেল ইউটিসি আলট্রা পিক্সেল ৩ রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ১৬ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটিতে ,৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ভারতের বাজারে ফোনটির মূল্য ৫১ হাজার ৯৯০ রুপি।
৪জি ভিওএলটিই সমর্থনযোগ্য ফোনটিতে কুইক চার্জ ৩.০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!