www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

২৪ ঘণ্টা পর বেনাপোল-খুলনা ট্রেন চালু

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ২৪ ঘণ্টা পর বেনাপোল–-যশোর-খুলনা রুটে পুনরায় রেল চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল পৌনে ১০ টায় এই রেল রুটে আটকে থাকা মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
বেনাপোল স্টেশনের ম্যাকানিক্যাল শাখার ঊর্ধ্বতন প্রকৌশলী গোলজার হোসেন জানান, রবিবার সকালে বেনাপোল থেকে যাত্রীবাহী ট্রেনটি ছেড়ে যশোর হয়ে খুলনায় যাওয়ার পথে নাভারন এলাকায় পৌঁছালে ২টি বগি লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে সরঞ্জাম এনে বগি উদ্ধার করা শেষে দীর্ঘ ২৪ ঘণ্টা পর রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বগি লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ট্রেন রুটটি ভারতের সাথে সরাসরি যুক্ত। বিধায় এটি একটি আন্তর্জাতিক রেল পথ। এ পথে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্যসহ বেনাপোল থেকে নওয়াপাড়া ও খুলনা পর্যন্ত যাতায়াত করছে। প্রতিদিন বেনাপোল থেকে যশোরে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকে। বর্তমানে এ রেল পথের অবস্থা খুব শোচনীয়। বেনাপোল থেকে যশোর পর্যন্ত রেল পথে কোথাও কোনো পাথরের খোয়া বিছানো নেই। এতে সহজে ট্রেন লাইনচ্যুত হয়ে দুঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!