www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

২০১৮ সালে ধর্ষণের শিকার ৩৫৬ শিশু, মৃত্যু ২২ জনের

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে সারাদেশে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৩৩ শিশু। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয় ৩৫৬ শিশু। ধর্ষণের পর মারা গেছে ২২ শিশু এবং যৌন নির্যাতনে মারা গেছে এক শিশু।

আজ রোববার (২৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এই তথ্য তুলে ধরে। দেশের ছয়টি সংবাদপত্রে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করে সংস্থাটি।

প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন বলেন, ‘২০১৮ সালে সারাদেশে ধর্ষণ, যৌন নির্যাতন, শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১ শিশু। এ ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক হাজার ছয় জন।’

একই বছরে আরও ৫৩ শিশুর ওপর ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাফিজা শাহীনের তথ্য মতে, ধর্ষণের শিকার এসব শিশুদের মধ্যে বেশিরভাগের বয়স ৭ থেকে ১২ বছর। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা যৌন নির্যাতনের শিকার হয় বেশি। পুরুষ শিক্ষকের কাছে বেশি যৌন নির্যাতনের শিকার হয় তারা।

শিশুর ওপর সহিংসতা র বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে রাফিজা শাহীন বলেন, ‘দেশে শিশুদের ওপর সহিংসতা বাড়ছে। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, তা খুবই উদ্বেগজনক। আমরা কেন শিশুদের জন্য নিরাপদ আবাস গড়তে পারছি না, সেটি নিয়ে ভাবতে হবে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য এখনই করণীয় নির্ণয় করতে হবে।’

মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া কমিউনিকেশন কো-অর্ডিনেটর শাহানা হুদা বলেন, ‘২০১১ সাল থেকে আমরা এই প্রতিবেদনগুলো সংগ্রহ করছি। শুরুতে আমাদের ধারণা ছিল এতে করে শিশুদের প্রতি সহিংসতা কমবে। কিন্তু হচ্ছে এর উল্টো। মূলত বিচারহীনতার জনই এমনটা হচ্ছে। শাস্তির দিকে মনোযোগ না দিয়ে, সংশোধনে মনোযোগ দেয়া জরুরি। নাহলে এই সমস্যা আরও প্রকট হবে।’

শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনি চাকমা বলেন, ‘শিশুদের রেপ করার চিন্তা মাথায় আসে কীভাবে, সেটি খুঁজে বের করতে হবে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। দ্রুততম সময়ে এটি বন্ধ করতে হবে।’

error: Content is protected !!