www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

হাওররক্ষা বাঁধে অনিয়ম : পিআইসির সভাপতি সম্পাদকসহ ৪ জনের মুচলেকায় মুক্তি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওর, পাকনার ও শনির হাওরের বাঁধের কাজে অনিয়ম ও বাঁধের কাজ ধীরগতিসহ আইন ভঙ্গ করায় ৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকসহ চার জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার বেহেলী ইউনিয়নের হালির হাওরের ২১ নংপিআইসির প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আক্তার আলী, শনির হাওরের ৩২নং পিআইসির সভাপতি আব্দুল আলী, ফেনারবাক ইউনিয়নের পাগনার হাওরের ৪১নং পিআইসির সভাপতি আমিরুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যাংশু।

গতকাল সোমবার রাত ৯টায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান-এর আদেশে তাদেরকে নিয়ে আসা হয়। পরে রাতেই মুচলেকার মাধ্যমে তাদের চার জনকে মুক্তি দেওয়া হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের কাজে ক্রটির কথা বার বার বলার পরও ক্রটিগুলো সংশোধন করায় তাদের আটক করা হয়। পরে ক্রটি সংশোধন করবে ও সঠিক সময়ে কাজ সম্পন্ন করবে মর্মে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

error: Content is protected !!