www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী কেউ ছাড় পাবে না’‘অনিয়ম-দুর্নীতিবাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি সর্বোপরি দুর্নীতি বিরোধী যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।যেখানে এগুলো চলবে সেখানেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে।শনিবার দুপুরে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার জন্য অভিযান অব্যাহত রাখতে হবে। কেননা অবৈধ ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি সর্বোপরি যারা দুর্নীতি ও অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার।’তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে কে কোন দলে বা কোন মতে আমরা তা দেখছি না। শুধু যেখানে এসব অনিয়ম রয়েছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি এবং তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীও এক্ষেত্রে নির্দেশ দিয়েছেন।’অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্মকে উদ্দশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এসব অনিয়ম থেকে দূরে থাকতে হবে। তোমাদের ওপরই রাষ্ট্রের ভবিষ্যৎ। মাদক থেকে দূরে থাকতে হবে। কেননা মাদক ধ্বংস ছাড়া ভালো কিছু দিতে পারে না।

error: Content is protected !!