www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

সৌদিতে পাঠানোর পরিকল্পনা সরকারিভাবে অর্ধেক হজযাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২০২০ সাল থেকে ৫০ শতাংশ হজযাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।২০১৯ সালের হজ ব্যবস্থাপনার সমাপ্তি উপলক্ষে সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান তিনি।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, আগামী বছর মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। আশা করি, সৌদি সরকারও এ ব্যাপারে সহায়তা করবে।
তিনি বলেন, আগামী বছর থেকেই সরকারি ব্যবস্থাপনায় অর্ধেক হজযাত্রী নেয়ার পরিকল্পনা রয়েছে। কীভাবে নেব, সেই অংকও মিলিয়ে ফেলেছি। তবে এটা নিশ্চিত, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়বে, ইনশাআল্লাহ।শেখ মো. আব্দুল্লাহ বলেন, হজযাত্রীদের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দিতে পেরেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবার হজিরা হজ পালন করেছেন। ভিসা পেতে বিড়ম্বনায় যেমন পড়তে হয়নি, তেমনি সৌদি আরবে পৌঁছে বাড়ি ভাড়া, কোরবানি দেয়ার ক্ষেত্রে হাজিদের দুর্ভোগ কমাতে পেরেছি।তিনি বলেন, এ বছরই প্রথম বিশৃঙ্খলা এবং হয়রানি ছাড়াই হজযাত্রীরা নিরাপদে হজ শেষ করতে পেরেছেন। এটা সম্ভব হয়েছে সরকারের নানামুখী উদ্যোগের কারণে। এসব উদ‌্যোগের মধ‌্যে আছে- ডিজিটাল নিবন্ধন, ইলেক্ট্রনিক হেলথ প্রোফাইল সিস্টেম, সরাসরি হজ এজেন্সির কাছ থেকে টিকেট বিক্রির ব্যবস্থা, হজযাত্রীদের জন্য প্রতিটি জেলায় উন্নত প্রশিক্ষণ, বাড়ি ভাড়ার ক্ষেত্রে আগে তথ্য সংগ্রহ করা। এমনকি হজের ব্যয়ের লাগাম টেনে ধরারও চেষ্টা করা হয়েছে এবার। এসব উদ্যোগের কারণে এবার সুষ্ঠুভাবে হজ পালন সম্ভব হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের কারণে দিন দিন হজযাত্রীর সংখ্যা বাড়ছে। ২০০৯ সালে ৫৮ হাজার ৬২৮ জন হজ পালন করেন। ২০১৯ সালে সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজ পালন করেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন হজ পালন করেছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে সংখ্যার দিক থেকে আকাশ-পাতাল পার্থক্য। সরকারের চেষ্টা থাকবে, ভবিষ্যতে সরকারিভাবে হাজিদের সংখ্যা বাড়ানোর। বেসরাকারি পর্যায়েও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তবে এতকিছুর পরেও সৌদি আরবে গিয়ে কিছু ছোটখাটো অভিযোগ তুলেছেন হাজিরা, সেসবের অনেকগুলোই ঠিক নয়। তবে ভুল-ভ্রান্তি থাকলে তা পরের বছর কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে।সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, হজ এজেন্সিজ অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসইন তসলিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!