www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে ঘাতকদের বুলেট বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই কিন্তু তিনি বেঁচে আছেন আমাদের সবার হৃদয়ের মাঝে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলার ষোল কোটি মানুষের জন্য তার হৃদয় কাঁদে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ এখন সবক্ষেত্রেই এগিয়ে গেছে। বিনামূল্যে বই, শিক্ষাভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ১০টাকা কেজি চাল বিতরণ করছে। ২০২১সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। তিনি আরও বলেন, বগুড়ার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরমধ্যে বগুড়ায় বিশ্ববিদ্যালয়, দ্রুতগতির রেল লাইন স্থাপন, প্রতিটি উপজেলায় স্টেডিয়ামসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছেন। তাই সকলকে নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। গাবতলীতে জিয়ার ঘাটি ভেঙ্গে শেখ হাসিনার ঘাটি বানাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন আয়োজিত বিশাল শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ মনিরুজ্জামান, মডেল থানার ওসি খায়রুল বাসার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা, বিএমএ বগুড়া’র সভাপতি আ’লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া পৌর আ’লীগের আহবায়ক, জেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নশিপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল ও সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউপি চেয়ার‌্যমান আমিনুল ইসলাম, নাড়–য়ামালা ইউপি চেয়ার‌্যমান আব্দুল গোফ্ফারসহ জেলা-উপজেলার আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজার হাজার জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!