www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

সেই সাত ডিবি পুলিশ কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীকে অপহরণের পর আদায় করা মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ সেনাবাহিনীর হাতে আটক ডিবি পুলিশ সদস্যদের কারাগারে পাঠানো হয়েছে।

অপহরণের শিকার ব্যবসায়ী আব্দুল গফুরের করা অপহরণ মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হলে বিচারিক হাকিম রাজীব কুমার দেব তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল গফুর বুধবার রাতে টেকনাফ থানায় অপহরণ মামলাটি করেন বলে সংবাদমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

মামলার পর বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হয়। সাত আসামি হলেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আহমদ, গোলাম মোস্তফা, মো. আলাউদ্দিন এবং কনস্টেবল আল আমিন ওরফে নুরুজ্জামান ও মোস্তফা আলম।

গত মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌর এলাকার মধ্য জালিয়াপাড়ার আবদুল গফুরকে অপহরণ করেন ওই সাত ডিবি পুলিশ। পরে তার পরিবারের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি গফুরের বড় ভাই সেনা ক্যাম্পে জানান। পরিকল্পনা অনুযায়ী গফুরের পরিবার ১৭ লাখ টাকা মুক্তিপণ দিলে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার ভোরে সেনাবাহিনীর চেক পোস্টে তল্লাশি করে ছয় ডিবি পুলিশকে পুরো টাকাসহ আটক করেন সেনাসদস্যরা। এ সময় পালিয়ে যান একজন, যাকে পরে পুলিশ আটক করে।

সাতজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে পাঁচ সদস্যের কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!