www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

সুপারবাগে ইউরোপে বছরে নিহত ৩৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা সুপারবাগের কারণে প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রাণ হারান ৩৩ হাজারেরও বেশি মানুষ৷ নতুন একটি গবেষণায় এই পরিস্থিতি আগের চেয়ে অনেক ভয়াবহ বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রিস আর ইতালিতে সুপারবাগ সংক্রমণের হার সবচেয়ে বেশি৷ ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি’র এই গবেষণা ল্যানসেট জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ গবেষকরা বলছেন, এই সুপারবাগ হলো এইচআইভি, ফ্লু এবং যক্ষার মিলিত রূপ৷ গবেষকরা লিখেছেন, ‘বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় বড় আঘাত হেনেছে সুপারবাগ৷ ২০০৭ সাল থেকে এর প্রকোপ বেড়ে চলেছে, কেননা, এর আগে পর্যন্ত সুপারবাগে বছরে ২৫ হাজার মানুষের মৃত্যু হত৷’ খবর ডয়চে ভেলের।

সুপারবাগের সংক্রমণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকে নবজাতক এবং বয়স্করা৷ তিন চতুর্থাংশ সংক্রমণ ঘটে হাসপাতাল এবং ক্লিনিকগুলোর মাধ্যমে৷

ইসিডিসি গবেষণায় ২০১৫ সালের তথ্য ব্যবহার করা হয়েছে এবং এ থেকে গবেষকরা পাঁচ ধরনের সংক্রমণের খোঁজ পেয়েছেন৷ গ্রিস আর ইতালিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি, অন্যদিকে ইউরোপের উত্তরাঞ্চলে সংক্রমণের হার সবচেয়ে কম৷ জার্মানিতে প্রতি বছর সুপারবাগে অন্তত ৫৫ হাজার মানুষ আক্রান্ত হয়৷ এর মধ্যে মারা যায় অন্তত আড়াই হাজার মানুষ৷

স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা সুপারবাগ সংক্রমণ নিয়ে বহু আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন৷ তাদের ধারণা, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে এই সংক্রমণ বাড়ছে৷ রয়টার্সে প্রকাশিত ইসিডিসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যখন অ্যান্টিবায়োটিক কাজ করে না, তখন এই সংক্রমণকে মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে৷’

error: Content is protected !!