www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শীর্ষ সংবাদসারাদেশ

সিলেটে যুক্তরাজ্য ফেরত ৮৩ জন কোয়ারেন্টাইনে।

করোনার উচ্চ ঝুঁকিতে আছে সিলেট। এমন অবস্থায়ও যুক্তরাজ্য থেকে সিলেটে আসছেন প্রবাসীরা। সবশেষ বৃহস্পতিবার (১ এপ্রিল) যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন ৮৩ জন প্রবাসী। তাদের সবাইকে নগরীর বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সকাল ৮ টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) ফ্লাইটে করে তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নতুন করে দেশে আসা ৮৩ জনের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০, রয়েল প্লামে ১০ জনসহ মোট ৯ টি হোটেলে তাদের ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, নতুন করে সকলকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিএরটিসি বাসে করে বিভিন্ন হোটেলে ভাগ করে কোয়ারেণ্টাইনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে তারা সবাই বাধ্যতামূলক কোয়ারেণ্টাইনে থাকবেন।

error: Content is protected !!