www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকনির্বাচনী খবর

সালমা এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংরক্ষিত আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন সালমা চৌধুরী।
রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন সালমাকে এমপি ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, সালমা চৌধুরী এই নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (১ আগস্ট) তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে ২৮ জুলাই রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সালমা চৌধুরীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
গত ৯ জুলাই রুশেমা বেগমের মৃত্যু হলে সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত আসন শূন্য ঘোষণা হয়। এ অবস্থায় ১৮ জুলাই এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৫ জুলাই, বাছাই ছিল ২৮ জুলাই। প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট ও ভোট ১৮ আগস্ট।
সালমা চৌধুরী সাবেক এমপি ও রাজবাড়ীর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর মেয়ে। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি হলেন।

error: Content is protected !!