www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আইন-আদালতশীর্ষ সংবাদ

সাভার ও আশুলিয়ায় দুটি কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে সেমাই এবং গুড় তৈরির অপরাধে সাভার ও আশুলিয়ায় দুটি কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। র‌্যাব-৪ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
বৃহস্পতিবার র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সেমাইসহ বিভিন্ন পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত করছিল। গোপন সূত্রে জানা যায়, সাভারের নামা বাজারের রূপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো মোড়ে দেওয়ান ইদ্রিস রোডে বেক টাইস বেকারীতে এসব ভেজাল ও বিষাক্ত খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে। এ তথ্যে আদালত অভিযান চালান।
পরে রূপা এন্টারপ্রাইজের মালিক সংকরকে অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে গুড় তৈরির অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ও কেম্যিকালযুক্ত রং ব্যবহার করে সেমাই তৈরির প্রমাণ পেয়ে বেক টাইস বেকারীর মালিক মো. আলমগীর হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

error: Content is protected !!