www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা সম্পন্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু- ফাইল ফটো
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে এ জানাজা হয়।
তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন এ তথ্য জানিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল মতিন খসরুর মরদেহ এখন তার জন্মস্থান কুমিল্লায় নেয়া হবে। সেখানে বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে আরেকটি জানাজা হবে। বাদ আসর নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, বুধবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনা আক্রান্ত আব্দুল মতিন খসরু। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ২৮ মার্চ রাতে আইসিইউতে নেয়া হয়েছিলো। গত ১ এপ্রিল করোনার রিপোর্ট নেগেটিভ হয়। এরপরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। ১২ এপ্রিল তিনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

error: Content is protected !!