www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শীর্ষ সংবাদসারাদেশ

সাংবাদিক পরিচয়ে চুরি চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:কনফারেন্স, ওয়ার্কশপসহ বিভিন্ন অনুষ্ঠানে এবং মানববন্ধনে সাংবাদিক পরিচয়ে অংশ নেয়া চুরি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- মো. খায়রুল আলম খান ওরফে আরিফ (৫৪), কালি শংকর মুন্সি (৪৯) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে সোবান (৫৫)।সোমবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম।এ সময় তাদের কাছ থেকে বিদেশি শিক্ষার্থীর চুরি হওয়া ১টি পার্স, নগদ ১৬ হাজার ৪০০ টাকা, ৫টি ডেবিট কার্ড, ১টি ক্রেডিট কার্ড, ১টি মালয়েশিয়ান আইসি কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১৩টি ভিজিটিং কার্ড, ১টি টোল কার্ড ও ২টি হেলথ ইন্সুরেন্স কার্ড উদ্ধার করা হয়।সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফউল্লাহ বলেন, তারা বিভিন্ন কনফারেন্স, ওয়ার্কশপসহ বিভিন্ন অনুষ্ঠানে এবং মানববন্ধনে সাংবাদিক পরিচয়ে অংশ নিতেন। একপর্যায়ে সুযোগ বুঝে নগদ টাকা, মানিব্যাগ ও পার্সসহ মূল্যবান জিনিসপত্র চুরি করতেন। পরে তা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।শনিবার (৭ডিসেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিতে ১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি-২০১৯ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া থেকে গত ৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রী ও রিসার্চ এসিস্ট্যান্ট সালওয়া বিনতে জুলকাফলিল (৩০)। এরপর তিনি শনিবার সকালে অনুষ্ঠিত কনফারেন্সে যোগ দেন। কিন্তু অনুষ্ঠান চলার সময় অনুষ্ঠানস্থল থেকে তার ব্যক্তিগত পার্সটি চুরি হয়ে যায়। এ বিষয়ে ৭ ডিসেম্বর বাড্ডা থানায় একটি মামলা হয়।

error: Content is protected !!