www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

সদর দক্ষিণের ১৩টি স্কুলে মিনি লাইব্রেরী স্থাপন

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ১৩টি সরকারি প্রাথামিক বিদ্যালয়ে মিনি লাইব্রেরী স্থাপন শুরু হয়েছে। গতকাল সকালে উপজেলার সুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির কক্ষে মিনি লাইব্রেরী উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমীন। এসময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল আবেদীন, এনডিসি আফিফা খান, সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে কমিশনার পাশ্ববর্তী সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে মিনি লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল বলেন, শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, তাদের মাঝে বই পড়ার অভ্যাস সৃষ্টি করতে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি কক্ষে মিনি লাইব্রেরী স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে শিশুদের উপযোগী অনেক বই থাকবে। টিফিন পিরিয়ডসহ কাসের সময়ের বাইরে শিশুরা ক্লাসে রাখা বইগুলো পড়ার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!