www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শীর্ষ সংবাদস্বাস্থ্য

শরীরে প্রবেশ করতে পারে করোনা? কান দিয়েও কি

কুমিল্লাবিডি ডেস্ক : করোনাভাইরাস নিয়ে শঙ্কায় আছেন সবাই। এটি আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে ছড়ায়। এমনকি চোখের মাধ্যমেও ছড়ানো সম্ভব। সংক্রামিত ব্যক্তির অশ্রুও এই ভাইরাস ছড়াতে পারে।
ঘন ঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব এবং জনসাধারণের মুখে মাস্ক, চোখে চশমা ব্যবহার ভাইরাসটিকে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়ার উপায়। বর্তমানে অনেকেরই মনে প্রশ্ন আসছে কানের মাধ্যমেও কি শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস?
আমেরিকান চক্ষু বিজ্ঞান একাডেমি অনুসারে, চশমা আমাদের চোখকে কিছুটা হলেও সুরক্ষা করতে পারে। তবে কান থেকে বা কানের মাধ্যমে এই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে না। তবে নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে করোনাভাইরাস।
মার্কিন কান রোগ ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মতে, কান কোভিড-১৯ সংক্রমের বাহক নয়। বোস্টনের ম্যাসাচুসেটস চোখ ও কানের রোগ বিশেষজ্ঞ ডা. বেনজামিন ব্লেয়ারের মতে, কান ভাইরাস প্রবেশে বাধা সৃষ্টি করে।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া

error: Content is protected !!