www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

কুমিল্লা সংবাদশীর্ষ সংবাদ

লাকসামে প্রভাতী লাইফের বীমা দাবী চেক হস্তান্তর

মশিউর রহমান সেলিম:কুমিল্লার লাকসামে  বৃহস্পতিবার সকালে পৌরশহরের ঐতিহ্যবাহী বিপনী বিতান মোকছোদ আলী টাওয়ারস্থ ৫ম তলায় ওই কোম্পানীর মিলনায়তনে প্রভাতী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বীমা গ্রাহক মেসার্স ফারহানা অয়েল মিলের মালিক সৈয়দ একেএম ফরিদ উদ্দিন ছিদ্দীকির হাতে বীমা দাবীর ১৩ লাখ ৮৫ হাজার ৫’শ ৪ টাকার চেক তুলে দেন প্রভাতী লাইফের ডিপুটি জেনারেল ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মোঃ তাজুল ইসলাম চৌধুরী।
জানা যায়, গত ১০ অক্টোবর ২০১৯ গভীর রাতে বিদ্যুৎ সর্ট সার্কিট দূর্ঘটনায় বীমা গ্রাহক ফরিদের পূর্ব লাকসাম কুচাই পুল সংলগ্ন এলাকায় স্থাপিত মেসার্স ফারহানা অয়েল মিলটি সম্পূর্ন রূপে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। বীমা গ্রাহক ফরিদ বিগত দিনে প্রভাতী লাইফে বীমা পত্র নং পি.ই.সি.এল/এফপি-২০১৮ তারিখ ১৭/১২/২০১৮ইং এবং কেআইসি/এনএম/এফপি-০০০৬৩/১০-২০১৮ তারিখ ২১/১০/২০১৮ইংতে পৃথক পৃথক ২টি বীমা করে। ফলে প্রভাতী ইন্সুরেন্স কর্তৃপক্ষ গ্রাহকের দাবীর প্রেক্ষিতে ওই অগ্নিকান্ডের সার্বিক দিক তদন্ত টিমের মাধ্যমে সার্ভে করে তাদের রিপোর্টের ভিত্তিতে ক্ষতি পূরনের হিসাব অনুযায়ী বীমা দাবীর এ চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রভাতী বীমা কর্তৃপক্ষ।
ওই গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মোঃ তাজুল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বলেন, বিপদের সময় বীমার বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বর্তমান সময়ের আধুৃনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বীমা শিল্পকে দূর্নীতিমুক্ত এবং সেবার মান-গ্রাহকের আমানত সংরক্ষনে আমরা বদ্ধ পরিকর। তিনি আরও বলেন সারাবিশ^ ব্যাপী বীমা পেশার প্রসার ঘটেছে। সে ক্ষেত্রে আমাদের দেশের সকল ক্ষেত্রে বীমা পেশাকে আদুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে শহর থেকে গ্রাম পর্যন্ত এগিয়ে নিতে নানাহমুখী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
বীমা দাবীর চেক বিতরণ অনুষ্ঠানে ওই কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক সহ সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন।

error: Content is protected !!