www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শিক্ষাশীর্ষ সংবাদ

লক্ষ্মীপুরে আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পেল ৪০০ শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৪০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুলের ছাত্রী শাখার ক্যাম্পাস মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অবসর) মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এইচএম আবদুর নুর, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এমজে আলম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ ফিরোজ আলম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় জেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪০০ শিক্ষার্থী বৃত্তি পায়।
এতে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রায়পুর উপজেলার স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এসএম মুয়াজ, দ্বিতীয়-তৃতীয় স্থান অধিকার করে ন্যাশনাল আইডিয়াল স্কুলের শাহজাদী মাহবুবা।

error: Content is protected !!