www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

রাষ্ট্রপতির কাছে মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র জমা দিয়েছেন আর্ল রবার্ট মিলার। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রদূত হিসেবে তিনি মার্শিয়া ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার বিকালে মিলার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে এলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর দুজনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করা হয়। নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এ সময় রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানানোর পাশাপাশি মিলারের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
প্রায় চার বছর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন মিলার। প্রেসিডেন্ট ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে ওই পদের জন্য মনোনীত করেন। গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেট তার নিয়োগ অনুমোদন করে।

মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে। রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন তিনি।

এছাড়াও মিলার ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মিলার যোগ দেন যুক্তরাষ্ট্রের মেরিন কোরে। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন।

error: Content is protected !!