www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

রাকাব রংপুর কর্পোরেট শাখায় হালখাতা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর কর্পোরেট শাখায় ২দিন ব্যাপী হালখাতার ২য় দিনে গতকাল বকেয়া ঋনের টাকা গ্রহনের মাধ্যমে উদ্ধোধন করেন ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম অপারেশন) খন্দকার গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, রংপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা গোলাম মোজনাবীন, রংপুরের জোনাল ব্যবস্থাপক মোঃ আশরাফ উদ্দিন, রংপুর জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপক (এজিএম) মাহমুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জিএম গোলাম মোস্তফা শাখায় উপস্থিত হলে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম (এজিএম)। এ সময় তিনি কয়েকজন ঋণ গ্রহিতার নিকট থেকে সরাসরি স্বহস্তে পরিশোধের টাকা গ্রহণ করেন। অতঃপর মহাব্যবস্থাপক শাখা কার্যালয়ে উপস্থিত ঋণ গ্রহিতা ও ব্যাংকের কর্মকর্তা/ কর্মচারীগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এবং ঋণ আদায় অবস্থা বিবেচনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে রাকাবের সাথে স্থানীয় স্বচ্ছল জনগনকে সকল প্রকার ব্যাংকিং লেনদেন এবং সময়মত ঋণের টাকা পরিশোধে আন্তরিক হবার আহ্বান জানান। উল্লেখ্য হালখাতার প্রথম দিন রাকাব রংপুর কর্পোরেট শাখায় ২ কোটি ৫ লক্ষ টাকা আদায় হয় এবং দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত আদায়ের পরিমাণ ছিল প্রায় ১ কোটি টাকা। মোট আদায় ৩ কোটি ৫ লক্ষের মধ্যে ১ কোটি ১৫ লক্ষ টাকা শ্রেণিকৃত এবং অবশিষ্ট টাকা আদায় হয়েছে নতুনভাবে শ্রেণিকৃত ও সম্ভাব্য শ্রেণিযোগ্য ঋণ থেকে।(বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!