www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

রং স্যাকারিন আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে ট্যাং তৈরি

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় অভিযান চালিয়ে নকল ও ভেজাল ট্যাং তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়ায় সোনাপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় নকল ট্যাং তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের এক্সপার্ট টিমের সদস্যরা প্রায় ৭ লাখ টাকার কেমিক্যাল, মানব দেহের জন্য ক্ষতিকর রং, স্যাকারিন ও বিপুল পরিমাণ বিষাক্ত ট্যাং ও ট্যাং তৈরির উপাদান পায়। এসব বিষাক্ত এসব ট্যাং ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১-এর অধিনায়ক প্রণব কুমার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর ট্যাং তৈরির বিভিন্ন উপকরণসহ বিপুল পরিমাণ ট্যাং ধ্বংস করেছি। জেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আাসাদুল ইসলাম এবং জেলা স্যানিটেশন কর্মকর্তা অমলেন্দু ডান্ডারি।

এ সময় বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে নামহীন নকল ট্যাং তৈরির কারখানাটিকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয়া হয়।

error: Content is protected !!