www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শীর্ষ সংবাদসারাদেশ

যমুনার প্রবল স্রোতে ১০ সেকেন্ডেই বিলীন হলো মসজিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি:যমুনার প্রবল স্রোতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউপির পাঁচঠাকুরী গ্রামের মসজিদটি শনিবার দুপুরে মুহূর্তেই বিলীন হয়ে গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে মসজিদটি রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়। এতে স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। এরইমধ্যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জুলাইয়ে মসজিদটি ভাঙনের কবলে পড়ে। সেই সময় বালুর বস্তা ফেলে মসজিদটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শনিবার প্রবল স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় পাঁচঠাকুরী এলাকার মসজিদটি।
স্থানীয়রা জানায়, চারদিন ধরে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। শনিবার দুপুরে যমুনার হঠাৎ করেই ছোনগাছা ইউপির পাঁচঠাকুরী এলাকার ভাঙন দেখা দেয়। প্রবল স্রোতে ১০ সেকেন্ডের মধ্যেই পাঁচঠাকুরী এলাকার একটি মসজিদ নদীতে বিলীন হয়ে যায়।
চোখের পলকেই বিলীন হয়ে যায় মসজিদটি
এদিকে, তিনদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়তে থাকে। কাজীপুর পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৫ জুলাই বন্যায় যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত শিমলা স্পার বাঁধ।

error: Content is protected !!